ইসলামিক সলিডারিটি গেমসের টিটি কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

| বৃহস্পতিবার , ১১ আগস্ট, ২০২২ at ৭:০৪ পূর্বাহ্ণ

তুরস্কের কোনিয়াতে চলমান ইসলামী সলিডারিটি গেমসের টেবিল টেনিসের পুরুষ দলগত বিভাগে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে উঠেছে। গতকাল বুধবার প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে বাংলাদেশ ৩-১ সেটে মালদ্বীপকে পরাজিত করে। বাংলাদেশ দলের মোহতাসিন আহমেদ হৃদয় প্রথম ম্যাচে ৩-০ গেমে মালদ্বীপের খেলোয়াড়কে পরাজিত করেন। দ্বিতীয় সেটে রামহিম বম মালদ্বীপের খেলোয়াড়কে ৩-০ গেমে হারিয়েছেন। ডাবলসে মালদ্বীপ ৩-১ সেটে বাংলাদেশকে পরাজিত করেছে। পরবর্তী ম্যাচে মোহতাসিন আহমেদ হৃদয় ০-৩ গেমে হেরে যান। তখন সেট স্কোর হয় ২-২। শেষ ম্যাচে সাব্বির ৩-০ গেমে মালদ্বীপের খেলোয়াড়কে হারিয়ে বাংলাদেশকে ৩-২ সেটের জয় এনে দেন।

পূর্ববর্তী নিবন্ধনাজিরহাটে মিয়া চৌধুরী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
পরবর্তী নিবন্ধশোভনীয়া আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফলাফল