ইসলামিক যুবফ্রন্ট চট্টগ্রাম মহানগর শাখার ১ম সাধারণ সভা

| শুক্রবার , ২২ আগস্ট, ২০২৫ at ৭:৩৭ পূর্বাহ্ণ

ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার প্রথম সাধারণ সভা গতকাল চেরাগি পাহাড়স্থ সালমা ভবন দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মহানগর শাখার সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম লিটন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান শাকিল।

সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি ইউসুফ কবির, সহসাধারণ সম্পাদক ইমাম হোসেন, সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রুবেল, মোসলেহ উদ্দীন ক্বারী, মাঈনুদ্দীন হাসান প্রমুখ নেতৃবৃন্দ। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরো বেগবান করা, যুব সমাজকে ইসলামী আদর্শে উদ্বুদ্ধ করা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁওয়ে জুবায়ের হত্যা মামলার আসামি রুবেল গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধভিসা আবেদনে জাল নথি ব্যবহারে যুক্তরাষ্ট্রের সতর্কতা