ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চট্টগ্রাম মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুর বলেছেন, শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবি আদায়ে ১৮৮৬ সালের পহেলা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হে মার্কেটে শ্রমিকেরা ৮ঘন্টা কর্ম দিবসের দাবিতে আন্দোলন করতে গিয়ে মূল্যবান জীবন দিয়েছেন। সে আন্দোলনের পথ ধরেই পৃথিবীর দেশে দেশে শ্রমজীবী মানুষ ন্যায্য, অবকাশ, মানবিক আচরণ, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ কর্ম পরিবেশের দাবিতে এখনো আন্দোলন করছেন।
তিনি গত ১লা মে মে দিবস উপলক্ষে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখছিলেন। নগরের মোমিন রোডস্থ সালমা ভবণের ২য় তলায় সংগঠনের দলীয় কার্যালয়ে ইসলামিক ফ্রন্টের সাধারণ সম্পাদক মাওলানা ওয়াহেদ মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন হাফেজ মাওলানা আবু তাহের, ইলিয়াস খান ইমু, হাসমত আলী তাহেরী, মাওলানা মহিউদ্দিন তাহেরি, মোঃ আনিসুর রহমান, মাওলানা মাসুদ করিম চৌধুরী, তসলিম উদ্দিন ও আবু সাদেক সিটু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।