ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা

| সোমবার , ২২ ডিসেম্বর, ২০২৫ at ১০:২৮ পূর্বাহ্ণ

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম জেলার উদ্যোগে গতকাল রোববার বিকেল ৪টায় মোমিন রোডস্থ সালমা ভবন ২য় তলায় সংগঠনের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে সংগঠনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন ও আল্লামা কাজী জসিম উদ্দিন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেনসংগঠনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেনসংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব স ম হামেদ হোসাইন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেনকেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক মুহাম্মদ রাসেদুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, উত্তর জেলা সভাপতি অধ্যক্ষ ছৈয়দ মাওলানা জসিম উদ্দীন তৈয়বী, চট্টগ্রাম ৯ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী মাওলানা ওয়াহেদ মুরাদ, চট্টগ্রাম৫ হাটহাজারীর প্রার্থী মাওলানা ছৈয়দ রফিকুল ইসলাম তাহেরী, চট্টগ্রাম১৬ বাঁশখালী আসনের প্রার্থী মাওলানা আবদুল মালেক আশরাফি, মাস্টার আনোয়ারুল আজিম, মাওলানা রফিকুল ইসলাম নেজামী, স ম শওকত আজিজ, ডাঃ হাসমত আলী তাহেরী, মাওলানা শফিউল আজম আলকাদেরী, মোহাম্মদ নাছির উদ্দীন, মাওলানা আনিসুর রহমান, মাওলানা জিয়াউল হক বিপ্লবী, হারিছ উদ্দিন দৌলতী, রেজাউল করিম, মাওলানা ইলিয়াছ, কাজী আহসানুল আলম, আহমদ রেজা, সাইফুল ইসলাম লিটন, কামরুল হাসান শাকিল, মাওলানা নুরুল আলম, মুহাম্মদ ইউসুফ কবির, মোহাম্মদ ফোরকান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিয় নবীর (দ.) একমাত্র বিশ্বস্ত সহচর ছিলেন সিদ্দীকে আকবর (রা.)
পরবর্তী নিবন্ধহাদি হত্যার বিচার দাবি