ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে গতকাল শনিবার সকাল ১০টায় নগরীর শাহ আমানত সেতু সংলগ্ন নবাবীয়ানা রেস্তোঁরা মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি স ম হামেদ হোসাইনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। প্রশিক্ষক ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আল্লামা এস এম ফরিদ উদ্দীন, ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম আখতারী। আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বৃহৎ দুদলের যুদ্ধংদেহী মনোবৃত্তি ক্রমাগত নির্বাচনী পরিবেশকে কলুষিত করছে। এ মুহূর্তে রাজনৈতিক স্থিতিশীলতার কোনো বিকল্প নেই। রাজনৈতিক দলগুলো সমঝোতার পথ পরিহার করে সংঘাত–সহিংসতার দিকে ধাবিত হওয়াটা গণতন্ত্রের জন্য অশনি সংকেত। আল্লামা এস এম ফরিদ উদ্দীন বলেন, রাজনৈতিক অঙ্গনে সৃষ্ট সমস্যার সমাধানে পারস্পরিক রাজনৈতিক ঐকমত্য জরুরি। অন্যথায় সাংবিধানিক সংকট তৈরি হলে অসাংবিধানিক পন্থায় ৩য় পক্ষের অনুপ্রবেশ ঘটলে গণতন্ত্র বিপন্ন হবে, যা দেশবাসী কোনভাবেই মেনে নেবে না। চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শহিদুল্লাহ সাদার সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন আল্লামা ইলিয়াস সিকদার, মাস্টার আনেয়ারুল আজিম প্রমুখ।