ইমাম প্রশিক্ষণ একাডেমী চট্টগ্রাম ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ৪৫ দিন ব্যাপী প্রশিক্ষণ সমাপনী কোর্সে সনদপত্র বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তুল ফালাহ মসজিদ ও কমপ্লেক্স ইসলামিক ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক মোহাম্মদ ইদ্রিস, অতিরিক্ত পুলিশ কমিশনার জয়নাল আবদীন, ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মো. সেলিম উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমাম প্রশিক্ষণ একাডেমী চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ আলী। প্রেস বিজ্ঞপ্তি।