পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ.) বলেছেন, নফসের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে বড় পরীক্ষা। এ পরীক্ষার জন্য আমাদের সবর্দা প্রস্তুতি নিতে হবে। ইসলামকে সুদৃঢ় করতে নফসের সঙ্গে জিহাদ করতে হবে। তিনি বলেন, ঠিকঠাকভাবে ঘোড়ার লাগাম ধরতে না পারলে যেমন ঘোড়া সঠিকভাবে দৌঁড়াতে পারেনা, তেমনি প্রস্তুতি না থাকলে পরীক্ষায় যে কোনো উত্তীর্ণ হওয়া যায় না। সুতরাং বড় জিহাদ মোকাবিলায় আমাদের প্রস্তুতির বড় অংশ হচ্ছে তাওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামীনের কাছে গুনাহ মাফ চাওয়া। তিনি গত ১৮ সেপ্টেম্বর আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত চন্দনাইশের পাঠানদন্ডী তাহেরীয়া সাবেরীয়া সুন্নিয়া আলিম মাদরাসার ৩৭তম সালানা জলসা ও ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মাহফিলে আরো উপস্থিত ছিলেন মেহমানে আ’লা আওলাদে রাসূল (দ.) সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ (মা.জি.আ.) ও সাহেবজাদা সৈয়্যদ মেহমুদ আহমদ শাহ (মা.জি.আ.)।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি কমর উদ্দীন ছবুরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন আনজুমানে গাউসিয়া কমিটির মুখপাত্র পেয়ার মোহাম্মদ কমিশনার, সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন, মাওলানা আশরাফুজ্জামান আল কাদেরী, অ্যাডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার, দক্ষিণ জেলা নেতা হাবিবুল্লাহ মাস্টার, আবদুল গফুর খান, চট্টগ্রামে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দীন, অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামী, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, সাবেক ভাইস চেয়ারম্যান আবদুর রহিম বাদশা, উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া, মাওলানা ফেরদৌসুল আলম খান, মাওলানা গিয়াস উদ্দীন আলকাদেরী, নজরুল ইসলাম, মোজাম্মেল হক তালুকদার, অধ্যাপক আবদুল মান্নান, অধ্যক্ষ আবু তালেব বেলাল, আলমগীরুল ইসলাম বঈদী, মাদরাসা সুপার মো. মোরশেদুল হক, সাঈদ ইবনে খাইর, মোহাম্মদ রফিকুল ইসলাম বাবুল, শাহাদাত হোসেন মানিক, সেলিম চৌধুরী, আলা উদ্দিন, শরফুদ্দিন কাজল, মো. খোকন প্রমুখ।
এর আগে মাদরাসা পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় সালানা জলসা ও ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে সকাল থেকে খতমে কোরআন, খতমে গাউসিয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি বাদে মাগরিব চামুদরিয়া ইউনাইটেড ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ে মহিলা বায়াত ও পাঠানদন্ডী তাহেরীয়া সাবেরীয়া সুন্নিয়া আলিম মাদরাসা মাঠে পুরুষদের বায়াত শেষে এশার নামাজ আদায় করেন পীরে বাঙাল সৈয়্যদ সাবির শাহ (মা.জি.আ.)।