ইসলাম সত্য ও শান্তির পক্ষে সবসময় আলোর দিশারী

গাউছিয়া আজিজিয়া দরবারের মাহফিলে আবু সুফিয়ান

| বুধবার , ২ মার্চ, ২০২২ at ১০:৫৪ পূর্বাহ্ণ

গাউছিয়া আজিজিয়া আমিনিয়া ইদ্রিছিয়া দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ও আল্লামা সৈয়দ আব্দুল আজিজ (রহ.) এর ৭৮ তম বার্ষিক, শাহ্‌সূফী হাফেজ আল্লামা সৈয়দ আমিনুল হক আলকাদেরী শাহ্‌ ছাবেরের (রহ.) ৪০ তম ও আল্লামা সৈয়দ ইদ্রিছ আল কাদেরী নঈমী নক্সবন্দী (রহ.) ওরশ উপলক্ষে আন্তর্জাতিক সুন্নী কনফারেন্স গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি রূপালী ব্যাংক লিঃ এর সাবেক পরিচালক আবু সুফিয়ান। এতে সভাপতিত্ব করেন গাউছিয়া আজিজিয়া আমিনিয়া ইদ্রিছিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ হাফেজ আবু সা’দ মুহাম্মদ শহীদুল আমিন।
মেহমানে আলা ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের চেয়ারম্যান সোবহানিয়া আলিয়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস আল্লামা কাজী মঈনুদ্দীন আশরাফী (মা.জি.আ.)। উদ্বোধক ছিলেন আল আমিন বারীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ড. আল্লামা ইসমাইল নোমানী। স্বাগত বক্তব্য রাখেন এন্তেজামিয়া কমিটির পক্ষে সৈয়দ আ.ন.ম. ফখরুল আমিন ফরহাদ। সম্মানিত আলোচক ছিলেন আল্লামা মহিউদ্দীন হাশেমী, আল্লামা আবদুল আজিজ আমিরী, ড. আাল্লামা মুফতি বখতিয়ার উদ্দীন আল কাদেরী, মাওলানা সেলিম উদ্দীন আনোয়ারী, মাওলানা সিদ্দিক আহমদ নঈমী, মাওলানা এনাম রেজা (সিলেট), মাওলানা আবদুল মোস্তাফা রহিম আজহারী, মাওলানা গোলাম রাব্বানী কাশেমী, অধ্যক্ষ শাহজাদা সৈয়দ আহমদ রেজা আল কাদেরী, মাওলানা জিয়াউদ্দীন নাঈম, শাহজাদা সৈয়দ আহমদ রেজা আলকাদেরী, মাওলানা সরওয়ার আল আলকাদেরী, মাওলানা হাফেজ আলমগীর। সভায় প্রধান অতিথি সকলকে ইসলামের খেদমতে শান্তি ও সত্যের পক্ষে থেকে মানুষের কল্যাণে কাজ করার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় এপিকের সেমিনার
পরবর্তী নিবন্ধরেলের উপর মোনায়েম খানের প্রেতাত্মা ভর করেছে : সুজন