চিটাগাং ক্লাব লিমিটেডের উদ্যোগে দুই দিনব্যাপি ইসলাম মিয়া স্মৃতি সিসিএল আন্তঃ স্কুল দাবা টুর্নামেন্ট আজ ৩০ অক্টোবর বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। এই টুর্নামেন্টে স্বাগতিক চিটাগাং ক্লাবের ২টি টিম সহ চট্টগ্রামের ২৯ টি স্কুলের মোট ১২৪ জন প্রতিযোগি অংশগ্রহণ করবে। চিটাগাং ক্লাব অডিটরিয়মে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিযোগীদের আজ ৩০ অক্টোবর বেলা সাড়ে তিন টার মধ্যে রিপোর্টিং করতে হবে। বিকেল ৪টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হবে।












