ইসলাম বিদ্বেষী অপশক্তির বিরুদ্ধে আ’লা হযরত সত্যের কলম ধরেছিলেন

আলমগীর খানেকায় ওরশে আ’লা হযরতে বক্তারা

| সোমবার , ২৫ আগস্ট, ২০২৫ at ৫:৩৩ পূর্বাহ্ণ

ইমাম আহমদ রেযা খাঁন ফাযেলে ব্রেলী (রহ.) এর ১০৭ তম ওফাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত ওরশে আ’লা হযরতে বক্তারা বলেন, শত বছর আগে ভারতবর্ষসহ বিশ্বের যে কোন প্রান্তে ইসলাম বিদ্বেষী ও বিকৃতকারীদের বিরুদ্ধে আ’লা হযরত কুরআন সুন্নাহর আলোকে সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরেছিলেন। তাঁর লিখনীর জবাব আজ পর্যন্ত কেউ খণ্ডাতে পারেনি, কেয়ামত পর্যন্ত পারবেনা। দুশমনে রাসূলের বিরুদ্ধে তিনি ছিলেন সদাই সোচ্চার। আজ পুরো বিশ্বে আ’লা হযরতকে নিয়ে গবেষণা চলছে।

হাদায়েক্বে বখ্‌িশশ পাঠক ফোরামের ব্যবস্থাপনায় গতকাল বিকেলে ষোলশহরস্থ আলমগীর খানেকাহ্‌ শরীফে ওরশে আ’লা হযরতে বক্তারা এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক আল্লামা হাফেজ মুহাম্মদ আনিসুজ্জামান আলকাদেরী। হাদায়েক্বে বখ্‌িশশ পাঠক ফোরামের সাধারণ সম্পাদক হাফেজ আতিকুর রহমানের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারী জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন। প্রধান আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অসিয়র রহমান আলকাদেরী। উদ্বোধনী বক্তব্য রাখেন হাদায়েক্বে বখ্‌শিশ পাঠক ফোরামের সভাপতি মাওলানা মুহাম্মদ ইদ্রিস কাদেরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার প্রধান ফকিহ আল্লামা মুফতি আব্দুল ওয়াজেদ, আল্লামা হাফেজ আশরাফুজ্জামান আলকাদেরী, মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রেজভী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আল্লামা মুরশেদুল হক প্রমুখ। পরে বিশ্বের মুসলিম উম্মাহর উন্নতি ও শান্তি কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি মেডিকেল সেন্টারে নতুনভাবে চালু হলো প্যাথলজি বিভাগ
পরবর্তী নিবন্ধআমির ভাণ্ডারে ১২দিনব্যাপী মাহফিল শুরু