ইসলাম বিদ্বেষী অপশক্তির বিরুদ্ধে আ’লা হযরত সত্যের কলম ধরেছিলেন

আলমগীর খানকাহ্‌ শরীফে ওরশে বক্তারা

| শনিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২২ at ৫:২৫ পূর্বাহ্ণ

আ’লা হযরত মুজাদ্দেদে দ্বিনে মিল্লাত ইমাম আহমদ রেজা খান ফাজেলে বেরলবী ও মুজাদ্দেদে আলফেসানীর (রা.) ওফাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত ওরশে বক্তারা বলেন, মুসলিম উম্মাহর ঈমান-আক্বিদা সংরক্ষণ, ইসলাম বিদ্বেষী, বিকৃতকারী ও কোরআন সুন্নাহর অপব্যাখাকারী সমপ্রদায়ের স্বরূপ উন্মোচনে আ’লা হযরতের লিখনী অগ্রণী ভূমিকা পালন করছে। আ’লা হযরতের দর্শন সর্বত্র প্রসারের মাধ্যমে বিশ্বব্যাপী চলমান ধর্মের নামে উগ্রবাদের রাশ টেনে ধরা সম্ভব।
হাদায়েক্বে বখ্‌িশশ পাঠক ফোরামের ব্যবস্থাপনায় গত ২২ সেপ্টেম্বর ষোলশহরস্থ আলমগীর খানকাহ্‌ শরীফে ওরশে আ’লা হযরতে বক্তারা উপরোক্ত কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক আল্লামা হাফেজ মুহাম্মদ আনিসুজ্জামান আলকাদেরী। হাদায়েক্বে বখ্‌িশশ পাঠক ফোরামের সভাপতি মাওলানা মুহাম্মদ ইদ্রিস কাদেরী ও সাধারণ সম্পাদক হাফেজ আতিকুর রহমানের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ মহসিন। উদ্বোধনী বক্তব্য রাখেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের জেনারেল সেক্রেটারী মুহাম্মদ আনোয়ার হোসেন। প্রধান আলোচক ছিলেন আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী। বিশেষ অতিথি ও আলোচক ছিলেন আন্‌জুমান রিচার্স সেন্টারের মহাপরিচালক আল্লামা এম এ মান্নান, আল্লামা হাফেজ মুহাম্মদ সোলাইমান আনছারী, জামেয়ার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আল্লামা ড. আ ত ম লিয়াকত আলী, আল্লামা মুফতি আব্দুল ওয়াজেদ, আল্লামা আশরাফুজ্জামান আলকাদেরী, গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার, অধ্যাপক ড. আল্লামা মুরশেদুল হক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআগ্রাবাদে যুবলীগের বিক্ষোভ মিছিল
পরবর্তী নিবন্ধগাউসিয়া কমিটি শারজাহ শাখার সংবর্ধনা ও দোয়া মাহফিল