ইসলাম প্রতিষ্ঠায় নবীজির (দ.) প্রেরণার বাতিঘর ছিলেন মা খাদিজাতুল কুবরা (রাঃ)…ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ

| বুধবার , ১২ মার্চ, ২০২৫ at ১১:৪৫ পূর্বাহ্ণ

মাইজভাণ্ডার শরীফের সাজ্জাদানশীন, বাংলাদেশ সুপ্রিম পার্টিবিএসপি ও আন্তর্জাতিক সুফি ঐক্য সংহতির চেয়ারম্যান ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী ১০ রমজান মা খাদিজা (রাঃ) এর পবিত্র ওফাত দিবস উপলক্ষ্যে সোমবার (১০ মার্চ) চাঁদপুর জেলার মতলব ঠেটালিয়া খানকায়ে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার আলোচনা সভা ও ইফতার মাহ্‌িফলে প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রিয় নবিজী () এর চারিত্রিক বৈশিষ্ট্য ও সততায় মুগ্ধ হয়ে ধনী পরিবারের কন্যা হযরত মা খাদিজা (রাঃ) তাঁর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনিই সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তি। নবুয়্যতপ্রাপ্তি ও ইসলাম প্রচারের ক্ষেত্রে মহানবী () যে দুর্গম ও কণ্টকময় পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন, সে কঠিন মুহূর্তে তিনি সকল প্রতিকূলতাকে জয় করে সবসময় মহানবী () এর পাশে ছিলেন। উঁচু হেরা পাহাড়ের গুহার সেই বন্ধুর পথ তিনি প্রতিদিন পাড়ি দিতেন শুধুমাত্র রাসুলে পাক (.) এর প্রতি তার অসীম ভালোবাসার জন্য। বিএসপি চেয়ারম্যান আরও বলেন, ইসলামের বাণী প্রচারের সূচনালগ্নে প্রিয় নবিজী () যখন কাফিরদের অত্যাচার ও বিদ্বেষের তীরের আঘাতে জর্জরিত, তখন প্রেরণার আলোকবর্তিকা হয়ে উঠেছিলেন মা খাদিজাতুল কুবরা (রাঃ)

খলিফা শাহ্‌ মুহাম্মদ লিয়াকত হোসেনের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা ছিলেন, মাওলানা রুহুল আমিন ভূইয়া চাঁদপুরী। এ সময় সাংবাদিক কামরুজ্জামান হারুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিশিষ্ট ওলামায়ে কেরাম, দরবারের খলিফাবৃন্দ, আঞ্জুমানরহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া, মইনীয়া যুব ফোরামের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসাত মাসে বাণিজ্য ঘাটতি কমেছে ৯%
পরবর্তী নিবন্ধসাগর-রুনি হত্যা মামলায় ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদ শিগগির