ইসরায়েলের প্রেসিডেন্ট প্রথমবার আরব আমিরাতে

| সোমবার , ৩১ জানুয়ারি, ২০২২ at ১২:২৯ অপরাহ্ণ

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ প্রথমবারের মত সংযুক্ত আরব আমিরাত সফরে গেছেন। গল্ফ আরব দেশটির সঙ্গে সম্পর্কের বাঁধন আরো শক্ত করতে রোববার প্রেসিডেন্ট হারজোগ সেখানে যান বলে জানান তার কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় নিজেদের মধ্যে শত্রুতা ভুলে সম্পর্ক স্বাভাবিক করতে একটি চুক্তিতে সই করেছে সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েল। যেটি ‘আব্রাহাম চুক্তি-২০২০’ নামে পরিচিত। পরে বাহরাইনও ওই চুক্তি সই করে। খবর বিডিনিউজের। গল্ফ আরবের এই দুই দেশ এবং ইসরায়েল দুই পক্ষেরই শত্রু ইরান। ইউএই যাওয়ার পথে ইসরায়েলের প্রেসিডেন্টকে বহন করা উড়োজাহাজটি সৌদি আরবের আকাশসীমা দিয়ে উড়ে যায়। সেটিকে সত্যিকারের অগ্রগতির পথে একটি পদক্ষেপ বলে বর্ণনা করেন প্রেসিডেন্ট হারজোগ। ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তবে ইসরায়েল সব সময়ই বলেছে, তারা রিয়াদের সঙ্গে সম্পর্ক স্থাপনে আগ্রহী। প্রেসিডেন্ট হারজগের আগে গতবছর ডিসেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত ইউএই সফর করে গেছেন।আবু ধাবিতে ইউএই-র পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান প্রেসিডেন্ট হারজগকে স্বাগত জানান।

পূর্ববর্তী নিবন্ধ৮ স্ত্রী নিয়ে তার সংসার
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে ভারি তুষারপাত ৫ রাজ্যে জরুরি অবস্থা