ইসরায়েলে শান্তির জন্য গাজায় হামলা চলবে : নেতানিয়াহু

| বৃহস্পতিবার , ২০ মে, ২০২১ at ১১:১২ পূর্বাহ্ণ

ইসরায়েলে শান্তি ফেরাতে যতদিন প্রয়োজন ততদিন ফিলিস্তিনের গাজায় হামলা চলবে বলে হুঁশিয়ার করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় নয় দিনের গোলাবর্ষণে হামাস অনেক বছর পিছিয়ে পড়েছে বলেও মন্তব্য করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। খবর বিডিনিউজের।
ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস অপ্রত্যাশিত আঘাতের মুখোমুখি হয়েছে দাবি করে নেতানিয়াহু বলেন, ইসরায়েলি জনগণের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে যতদিন প্রয়োজন হামলা চলবে। ২০১৪ সালের যুদ্ধের পর গত নয় দিনে ইসরায়েলি হামলার সবচেয়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ দেখেছে ফিলিস্তিন। দ্বিতীয় সপ্তাহে গড়ানো এ সংঘাতে ১০০ নারী ও শিশুসহ অন্তত ২১৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

পূর্ববর্তী নিবন্ধইসরাইলি হামলায় ৫২ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত : জাতিসংঘ
পরবর্তী নিবন্ধযুদ্ধবিরতির ইঙ্গিত নেই