ইসরায়েলের নৃশংসতার প্রতিবাদে লোহাগাড়া হেফাজতের বিক্ষোভ

| মঙ্গলবার , ২২ এপ্রিল, ২০২৫ at ৫:২৬ পূর্বাহ্ণ

ফিলিস্তিনে গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিচারের দাবিতে বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম লোহাগাড়া শাখা। গতকাল সোমবার বিকেলে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর সরওয়ার কামাল আজিজীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি উপজেলার শহরের চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে বটতলী মোটর স্টেশনস্থ বেস্ট চৌধুরী প্লাজার সামনে মিলিত হয়।

এসময় গণহত্যা, হামলা বন্ধের দাবি জানান বক্তারা। সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশের বাজারে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইসরায়েলী পণ্য বয়কটের ঘোষণা দেন বক্তারা। অবিলম্বে হামলা বন্ধের জন্য জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন এবং গণহত্যার দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিচার দাবি করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম লোহাগাড়া শাখার আমীর মাওলানা মুফতি হাবিবুল ওয়াহেদ, সংগঠনটির লোহাগাড়া শাখা সেক্রেটারি মাওলানা শোয়াইব চৌধুরী, নায়েবে আমীর মাওলানা আবুল হাসান আশরাফি, নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন হেলালী, নায়েবে আমীর মাওলানা আব্দুন নুর, জুনাইদ সাদেক্বী, হাফেজ আব্দুল কায়ুম, মাওলানা সাইফুল্লাহ, মাওলানা ফরিদুল হক, মাওলানা এনাম, মাওলানা শাহ আলম, হেফাজতে ইসলামের সাতকানিয়া উপজেলা আমীর মাওলানা আব্দুল মুবিন, মাওলানা দেলোয়ার, নোমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশুদ্ধ শাস্ত্রীয় সঙ্গীতচর্চা মানুষকে সুস্থ রাখতে পারে
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম লেখিকা সংঘের চার গ্রন্থের প্রকাশনা উৎসব