ইসরায়েলের গভীরে বড় হামলা হিজবুল্লাহর

| সোমবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৪ at ১০:১৬ পূর্বাহ্ণ

ইসরায়েলহিজবুল্লাহ পাল্টাপাল্টি হামলা তীব্রতর হচ্ছে। দুপক্ষই বড় পরিসরে আন্তঃসীমান্ত হামলা চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে কয়েকশ রকেট ছুড়েছে। আগে যত হামলা করা হয়েছে সেই তুলনায় এবার ইসরায়েলের অনেকটাই ভেতরে সেসব রকেট আঘাত করতে সক্ষম হয়েছে। এতে ঘরবাড়ির ক্ষয়ক্ষতি এবং মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

অন্যদিকে, ইসরায়েল দক্ষিণ লেবাননের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে এবং বলেছে, তারা হিজবুল্লাহর হাজার হাজার রকেট লঞ্চার ধ্বংস করেছে। হিজবুল্লাহর হামলার শঙ্কায় ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সব স্কুল আজ সোমবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানকার হাসপাতালগুলোর কর্মীদের নিরাপদ এলাকায় কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। সমুদ্র সৈকতও জনসাধারণের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

গত সপ্তাহে লেবাননে বড় পরিসরে পেজার এবং ওয়াকিটকি বিস্ফোরণের ঘটনায় ৩৭ জন নিহত ও হাজার হাজার মানুষ আহত হয়। এরপর দেশটির দক্ষিণাঞ্চলসহ রাজধানী বৈরুতের কাছেও হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, তারা হিজবুল্লাহর ১২ জন জ্যেষ্ঠ কমান্ডারসহ ১৬ সদস্যকে হত্যা করেছে।

অনেক বিশ্লেষক মনে করছেন, ইসরায়েল ইচ্ছা করে হিজবুল্লাহকে উসকানি দিতে এমনটা করেছে। গাজা যুদ্ধ থেকে এখন তারা লেবাননের দিকে নজর সরিয়ে নিতে চাচ্ছে। এই অঞ্চলটি ‘আসন্ন বিপর্যয়ের দ্বারপ্রান্তে’ বলে সতর্ক করেছে জাতিসংঘ।

পূর্ববর্তী নিবন্ধহ্যারিসের সঙ্গে দ্বিতীয় বিতর্কের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
পরবর্তী নিবন্ধগাজায় স্কুলে ইসরায়েলি হামলায় নিহত ২২