লেবাননের রাজধানী বৈরুতে গত মাসে ইসরায়েলি হামলায় শীর্ষ কমান্ডার নিহত হওয়ার প্রতিশোধ নিতে ইসরায়েলে তিনশরও বেশি রকেট ও ড্রোন যোগে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলে রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতি নিচ্ছে হিজবুল্লাহ, ইসরায়েলি সামরিক বাহিনীর এমন মূল্যায়নের ভিত্তিতে এর আগে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবস্থানগুলো লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। খবর বিডিনিউজের।
রোববার হিজবুল্লাহ জানায়, তারা ইসরায়েলের ১১টি সামরিক ঘাঁটি ও ব্যারাক লক্ষ্য করে ৩২০টিরও বেশি কাতিউশা রকেট ছুড়েছে, এর পাশাপাশি অনেকগুলো ড্রোন যোগেও হামলা চালিয়েছে। এর মাধ্যমে জুলাইয়ে বৈরুতে হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার ফুয়াদ শুকর হত্যার প্রতিশোধমূলক হামলার প্রথম পর্যায় সম্পন্ন হয়েছে বলে ইরান সমর্থিত গোষ্ঠীটি জানিয়েছে।
ফুয়াদ হত্যার পূর্ণ জবাব দিতে আরও কিছু সময় লাগতে পারে বলে জানিয়েছে তারা। রয়টার্স জানায়, ইসরায়েলের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে ও এরপর অনেকগুলো বিস্ফোরণের শব্দ শোনা যায়। দক্ষিণ লেবানন থেকে ছুটে আসা রকেট ও ড্রোনগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম গুলি করে ভূপাতিত করে। ইসরায়েলের মেগান ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে, পুরো দেশজুড়ে তারা অত্যন্ত সতর্কাবস্থায় আছেন।
ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, হিজবুল্লাহর হামলার মধ্যে ধ্বংস হওয়া রকেটের ছিটকে পড়া টুকরার আঘাতে অন্তত এক ইসরায়েলি নারী আহত হয়েছেন। লেবাননের বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, লেবাননের কাসিমিয়া শহরে ইসরায়েলি ড্রোন হামলায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন আর পরে ইসরায়েলের বিমান হামলায় খিয়াম শহরে একজন নিহত হয়েছেন।