ইসরায়েলি হামলায় গাজায় নিহত ২৬ হাজার ছাড়াল

| শনিবার , ২৭ জানুয়ারি, ২০২৪ at ৯:২০ পূর্বাহ্ণ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ২৬ হাজার ছাড়াল। সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে। খবর আল জাজিরা। গতকাল শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গেল ২৪ ঘণ্টায় ১৮৩ ফিলিস্তিনির প্রাণ গেছে। আর এ সময়ে আহত হয়েছেন ৩৭৭ জন। খবর বাংলানিউজের।

৭ অক্টোবর ইসরায়েলের ওপর নজিরবিহীন হামলা চালায় হামাস। জবাবে ইসরায়েল হামাস শাসিত ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা শুরু করে। এর মধ্যে সাতদিনের যুদ্ধবিরতি ছিল। সেই ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ২৬ হাজার ৮৩ জনের প্রাণ গেছে। আর এ পর্যন্ত আহত হয়েছেন ৬৪ হাজার ৪৮৭ জন। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করে বলছে, গাজা উপত্যকাজুড়ে স্থল, জল ও আকাশ থেকে হামলা অব্যাহত রেখেছে।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বে প্রথমবার নাইট্রোজেন গ্যাস দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর
পরবর্তী নিবন্ধপাকিস্তানের ২ নাগরিককে হত্যার অভিযোগ উড়িয়ে দিল ভারত