ইসরায়েল-হিজবুল্লার ব্যাপক পাল্টাপাল্টি হামলা

যুদ্ধ বাড়ার শঙ্কা

| মঙ্গলবার , ২৭ আগস্ট, ২০২৪ at ১০:০৫ পূর্বাহ্ণ

ইসরায়েলে ও হিজবুল্লাহর মধ্যে ১০ মাসেরও বেশি সময় ধরে চলা সীমান্ত যুদ্ধের মধ্যে অন্যতম বড় লড়াইয়ের ঘটনাটি ইতোমধ্যে ঘটে গেছে। এটি সীমান্ত যুদ্ধ হলেও ব্যাপকতা অনেক বেশি ছিল। গাজা যুদ্ধের সমান্তরালে শুরু হওয়া ইসরায়েল ও হিজবুল্লাহর সীমান্ত লড়াই যদি বড় আকার ধারণ করে তবে তাতে হিজবুল্লাহর সমর্থক ইরান ও ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। খবর বিডিনিউজের।

আর সেরকম কিছু হলে মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের দামামা বেজে উঠবে। হিজবুল্লাহ রোববার ভোরে ইসরায়েলে শত শত রকেট ও ড্রোন যোগে হামলা চালায় আর ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, বড় ধরনের আক্রমণ রুখতে তারা প্রায় ১০০ জঙ্গি বিমান দিয়ে লেবাননে আঘাত হানে। রয়টার্স জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলোকে পেছনে বাষ্পের ধারা রেখে ভোরের আকাশে ছুটে যেতে দেখা গেছে, এসময় ইসরায়েলে আকাশ হামলার সতর্কতা দিয়ে সাইরেন বেজেছে আর বিস্ফোরণে দিগন্ত আলোকিত হয়েছে, এই একই সময় দক্ষিণ লেবাননের বাড়িগুলোর ওপর দিয়ে ধোঁয়া উঠতে দেখা গেছে।

পূর্ববর্তী নিবন্ধইউক্রেনে ২শ’ ড্রোন ক্ষেপণাস্ত্র হানার পর জ্বালানি স্থাপনায় রুশ হামলা
পরবর্তী নিবন্ধগাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৭১ ফিলিস্তিনি নিহত