গাজায় ইসরায়েলের হামলায় সম্ভবত নিহত হয়েছেন ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতা মোহাম্মদ সিনওয়ার। খবর বিডিনিউজের। এমনটিই জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় ধরাছোঁয়ার বাইরে থাকা কার্যত হামাস নেতা ছিলেন সিনওয়ার। তিনি হামাসের সাবেক প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই। হামাস নেতা ইয়াহিয়ার মৃত্যুর পর গত অক্টোবরে গাজায় হামাসের আসল নেতা হয়ে ওঠেন মোহাম্মদ সিনওয়ার। বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, আমরা হাজার হাজার সন্ত্রাসীকে নির্মূল করেছি। আমরা খুনিদের নেতাদের দেইফ, হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার ও সম্ভবত মোহাম্মদ সিনওয়ারকে খতম করেছি।
গত শনিবার রাত থেকে গাজায় আকাশপথে ইসরায়েলের হামলায় শতাধিক মানুষের মৃত্যু হয়। গাজার খান ইউনিস শহরে ইসরায়েল একটি ইউরোপীয় হাসপাতালে ব্যাপক হামলা চালিয়ে মোহাম্মদ সিনওয়ারকে নিশানা করেছিল।
এতে ২৮ ফিলিস্তিনি নিহত ও ৫০ জনের বেশি আহত হয় বলে জানিয়েছিল ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।