ইসকনের ৫৪ ভক্তকে বেনাপোল ইমিগ্রেশন থেকে ফেরত

সন্দেহজনক যাত্রা

| সোমবার , ২ ডিসেম্বর, ২০২৪ at ১০:৩০ পূর্বাহ্ণ

বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশের ইসকনের ৫৪ জনকে ভারতে প্রবেশের অনুমতি দেয়নি ইমিগ্রেশন পুলিশ। গতকাল রোববার সকাল ১০টার পর তাদের ফেরত পাঠানো হয় বলে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের ওসি ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূইয়া জানান। খবর বিডিনিউজের। তিনি বলেন, কোন যাত্রীদের যাত্রা সন্দেহজনক হলেই সেই যাত্রা বিরতি করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এর প্রেক্ষিতে সন্দেহজনক ভ্রমণ মনে করে বাংলাদেশের ইসকনের ৫৪ যাত্রীকে ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। ইমিগ্রেশন পুলিশ জানায়, এর আগে শনিবার দেশের বিভিন্ন জেলা থেকে ইসকন ভক্তরা ভারতে যাওয়ার জন্য বেনাপোলে এসেছিলেন। দিনভর অপেক্ষার পর ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে তাদের ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। যশোর ইসকনের সদস্য সৌরভ তপন্দার চেলী বলেন, ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে ভারতে যাওয়ার জন্য এসেছিলাম। কিন্তু অনুমতি নেই জানিয়ে ইমিগ্রেশন থেকে ফেরত পাঠিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসব দলকে কথা বলার সুযোগ করে দিতে হবে
পরবর্তী নিবন্ধফটিকছড়ি গ্রামার স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণ