ইলিশা-১ কূপে মজুদ গ্যাসের মূল্য প্রায় ২৭ হাজার কোটি টাকা

| মঙ্গলবার , ২৩ মে, ২০২৩ at ৭:৪৮ পূর্বাহ্ণ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ভূতাত্ত্বিক তথ্য এবং ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) অনুযায়ী শাহজাদপুর, ভোলা উত্তর ও ইলিশায় সম্ভাব্য গ্যাসের ২ দশমিক ২৩ টিসিএফ মজুদ রয়েছে। এর মধ্যে ইলিশা১ কূপে মজুদকৃত গ্যাসের আন্তর্জাতিক বাজার মূল্য আনুমানিক ২৬ হাজার ৭৫০ কোটি টাকা।

গতকাল তার সরকারি বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব তথ্য জানান। তিনি বলেন, ভোলার ইলিশা১ কূপে প্রায় ২শ বিলিয়ন ঘনফুট (বিসিএফ) গ্যাস মজুদ রয়েছে। এটি দেশের মানুষের জন্য একটি বড় সুখবর। খবর বাসসের।

প্রতিমন্ত্রী বলেন, ইলিশা১ কূপ থেকে প্রতিদিন গড় গ্যাস উৎপাদনের হার হবে ২০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি)। এ হারে ২৫ থেকে ২৬ বছর এ কূপ থেকে গ্যাস উত্তোলন করা যাবে। তিনি বলেন, ভোলা জেলার ইলিশা১ কে দেশের ২৯তম গ্যাসক্ষেত্র হিসেবে ঘোষণা করা হয়েছে, যেখানে সামপ্রতিক অনুসন্ধান প্রচেষ্টার পর গ্যাসের বিশাল মজুদ খুঁজে পাওয়া গেছে।

গ্যাস সিএনজি (কমেপ্রসড ন্যাচারাল গ্যাস) আকারে পরিবহন করা হবে এবং নিম্নচাপের সমস্যায় ভুগছেন এমন শিল্পকারখানায় সরবরাহ করা হবে উল্লেখ করে তিনি বলেন, গ্যাস পরিবহনের সময় নিরাপত্তার বিষয়টিও আমরা বিশেষ গুরুত্ব দেব।

তিনি বলেন, প্রাথমিকভাবে একটি বড় ট্রেলারের মাধ্যমে ভোলা থেকে মোট ২৫ এমএমসিএফডি গ্যাস আনার জন্য একটি বেসরকারি কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছে। প্রাথমিকভাবে এটি পাঁচ এমএমসিএফডি পরিবহন দিয়ে শুরু হবে। ভোলা থেকে প্রাপ্ত গ্যাসের সর্বোত্তম ব্যবহার করার উদ্যোগ নেয়া হয়েছে। এর মাধ্যমে ঢাকার আশপাশের শিল্পকারখানায় গ্যাস সংকট অনেকাংশে দূর হবে।

পূর্ববর্তী নিবন্ধইউরোপে মেটাকে রেকর্ড ১২০ কোটি ডলার জরিমানার রায়
পরবর্তী নিবন্ধঐক্য পরিষদ মহানগরের আলোচনা সভা