রাউজান উপজেলার ডাবুয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক প্রয়াত জটিল কুমার চৌধুরীর স্ত্রী ইলা চৌধুরী (৭১) গত বৃহস্পতিবার ভোর ৬ টায় নগরীর একটি ক্লিনিকে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ২ মেয়ে, নাতি–নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে ডাবুয়া শ্রীশ্রী নিগমানন্দ সারস্বত সংঘ, চট্টগ্রাম দক্ষিণ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করে প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। ডাবুয়াস্থ চৌধুরী বাড়ির পারিবারিক শ্মশানে প্রয়াত ইলা চৌধুরীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।