অধ্যক্ষ আল্লামা সৈয়দ শামসুল হুদার (রহ.) ৩১ তম চান্দ্রবার্ষিকী স্মরণসভা গতকাল সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব কর্ণফুলী হলে অনুষ্ঠিত হয়েছে। গাউসিয়া সমিতি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন সৈয়দবাড়ি দরবার শরিফের সাজ্জাদানশিন আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মজিআ)। প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা কাযী মুঈন উদ্দিন আশরাফী।
মুখ্য আলোচক ছিলেন আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন। প্রধান অতিথি আল্লামা মুঈন উদ্দিন আশরাফী বলেন, দ্বীনি চেতনায় আদর্শ মানুষ গড়ায় নিবেদিত এবং ইলমে দ্বীনের খেদমতে আজীবন উৎসর্গীত ছিলেন আল্লামা সৈয়দ শামসুল হুদা (রহ.)। মুখ্য আলোচক ড. নূ ক ম আকবর হোসেন বলেন, আগে নিজেকে পরিবর্তন করতে হবে। অন্যের দোষ ত্রুটি না খুঁজে নিজের দিকে তাকাতে হবে।
সভাপতির বক্তব্যে আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মজিআ) বলেন, দ্বীন মাজহাব মিল্লাত সুন্নিয়ত তরিকতের খেদমতে আজীবন নিবেদিত ছিলেন আল্লামা সৈয়দ শামসুল হুদা (রহ.)। তিনি নিজের স্বার্থের জন্য কিছুই করেন নি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সৈয়দবাড়ি দরবার শরিফের নায়েবে সাজ্জাদানশীন পীরজাদা মাওলানা সৈয়দ তাওছিফুল হুদা।
স্মরণসভায় আলোচনায় অংশ নেন জামেয়ার শায়খুল হাদীস আল্লামা হাফেজ সোলাইমান আনসারী, গবেষক আল্লামা এম এ মান্নান, আল্লামা শাহ নূর মোহাম্মদ আলকাদেরী, আল্লামা নূর মোহাম্মদ সিদ্দিকী, উপাধ্যক্ষ আল্লামা জুলফিকার আলী চৌধুরী, ড. মুহাম্মদ আনোয়ার হোসেন, গবেষক মাওলানা নুরুল আবছার, মাওলানা সিরাজুল ইসলাম চিশতী, অধ্যাপক মুহাম্মদ মাসুদ, সৈয়দ মুহাম্মদ আবু আজম।
মাওলানা আবু জাফরের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় গাউসিয়া সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফারুক, জহির উদ্দিন বাবর, নুরুল আলম মোল্লা, নুরুল আবসার, সৈয়দ বদরুল হুদা, মোহাম্মদ রফিক, একেএম বখতিয়ার, মাওলানা শাকিল রেজা, মোহাম্মদ শাহজালাল, মাওলানা নূরুন্নবী, মোহাম্মদ দিদার, মোহাম্মদ মামুন প্রমুখ। মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করে ন আল্লামা নূর মোহাম্মদ সিদ্দিকী। প্রেস বিজ্ঞ












