ইরেশ যাকের করোনায় আক্রান্ত

| সোমবার , ১৪ ডিসেম্বর, ২০২০ at ৬:২৩ পূর্বাহ্ণ

অভিনেতা, প্রযোজক ইরেশ যাকের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষায় গতকাল রোববার তার করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে এক ফেইসবুক স্ট্যাটাসে জানান এ অভিনেতা। খবর বিডিনিউজের। মহামারীর মধ্যে ২৭ নভেম্বর ইরেশ যাকেরের বাবা অভিনেতা, নির্দেশক আলী যাকের ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুর দুই দিন আগে তার করোনাভাইরাস শনাক্ত হয়েছিল বলে জানিয়েছিলেন চিকিৎসকরা।

পূর্ববর্তী নিবন্ধসোশ্যাল ইসলামী ব্যাংকের বিশেষ সাধারণ সভা
পরবর্তী নিবন্ধবিজয়ের মাসে স্বাধীনতা বিরোধী অপশক্তিকে নির্মূল করতে হবে