আশঙ্কা ছিল ক্ষমতার শেষ প্রান্তে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করে দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সে আশঙ্কা উড়িয়ে দিয়েছেন আমেরিকার খ্যাতিমান সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক ডন ডেবার। ইরানের প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডেবার বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতার শেষ পর্যায়ে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করবেন না।
তিনি বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ মানেই রাশিয়ার সঙ্গে যুদ্ধ এবং ট্রাম্প রাশিয়ার সঙ্গে যুদ্ধ চান না। যদি এখন সিআইএ কিংবা পেন্টাগন ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করে, তাহলে তার দায়দায়িত্ব ট্রাম্পের কাঁধেই পড়বে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বৃহস্পতিবার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, যে কোনো আগ্রাসনের জন্য ডোনাল্ড ট্রাম্পকে দায়ী থাকতে হবে। ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে কয়েকটি রকেট হামলার পর ট্রাম্প ইরানকে দায়ী করেন। ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় জাওয়াদ জারিফ ওই হুঁশিয়ারি উচ্চারণ করেন।