ইরানের প্রভাবশালী ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আব্বাস আলি সোলেইমানিকে (৭৫) গুলি করে হত্যা করা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন ইরনা জানিয়েছে, গত বুধবার মাজানদারান প্রদেশের বাবুলসার শহরের একটি ব্যাংকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ওই হামলাকারীকে গ্রেপ্তার করেছে। ইরনার প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাবুলসার শহরের একটি ব্যাংকে হামলা হয়। হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। খবর বাংলানিউজের।
ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, এই ধর্মীয় নেতাকে হত্যার বিষয়ে একটি বিশেষ তদন্ত শুরু করবে। ৭৮ বছর বয়সী সোলেইমানি অ্যাসেম্বলি অব এক্সপার্টসের অন্যতম সদস্য ছিলেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা কে হবেন, তা বাছাই করেন এই অ্যাসেম্বলির সদস্যরা। তিনি একবার ইরানের সিস্তান–বেলুচিস্তান প্রদেশে সর্বোচ্চ নেতা আলী খামেনির ব্যক্তিগত প্রতিনিধিও ছিলেন।