ইরানের তেল স্থাপনায় ইসরায়েলি হামলার শঙ্কা, আলোচনায় যুক্তরাষ্ট্র

| শনিবার , ৫ অক্টোবর, ২০২৪ at ৪:৫৯ পূর্বাহ্ণ

ইরানের তেল স্থাপনায় সম্ভাব্য ইসরায়েলি আক্রমণ নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসে সাংবাদিকরা বাইডেনকে প্রশ্ন করেছিলেন, ইসরায়েল কি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে গিয়ে তেহরানের তেল স্থাপনায় আক্রমণ চালাবে? জবাবে বাইডেন বলেছেন, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি। আমি মনে করি, এটা (হামলা) সীমিত আকারে হতে পারে।

বিবিসি জানায়, ইসরায়েলের হামলার বিষয়ে হোয়াইট হাউজের অবস্থান স্পষ্ট হয়নি। তবে এর আগে বাইডেন বলেছিলেন, ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলি হামলা তিনি সমর্থন করবেন না। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধভারতে ধর্মীয় স্বাধীনতা ‘খর্ব’ হচ্ছে : মার্কিন প্রতিবেদন
পরবর্তী নিবন্ধগুতেরেসকে পূর্ণ সমর্থন নিরাপত্তা পরিষদের