ইরানের উপর যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞার সমালোচনা করে দেশটির সঙ্গে নিজেদের অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরো দৃঢ় করার ঘোষণা দিয়েছে চীন। চীনের জিয়াংসু প্রদেশের উইশি নগরীতে শুক্রবার চীন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেন বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েব সাইটে শনিবার চীনের পররাষ্ট্র ওয়াং ইর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমিরআব্দল্লাহিয়ানের বৈঠকের সারসংক্ষেপ প্রকাশ করা হয়।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ২০১৫ সালে বিশ্ব শক্তির সঙ্গে হওয়া ইরানের পরামণু চুক্তি পুনরূজ্জীবিত করার কথা বলেন। ওয়াং চীনের স্টেট কাউন্সিলরের দায়িত্বও পালন করছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র একতরফাভাবে ইরান পরমাণু চুক্তি থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। ইরানের সঙ্গে বর্তমানে যেসব সমস্যা হচ্ছে সেটার দায়ও তাই প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের উপরই বর্তায়। খবর বিডিনিউজের।