ইরানের দক্ষিণাঞ্চলে যাত্রীবাহী একটি কোচ উল্টে অন্তত ২১ জন নিহত ও প্রায় ৩০ জন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, শনিবার রাজধানী তেহরান থেকে প্রায় ১০০০ কিলোমিটার দূরে কাভার শহরের কাছে দুর্ঘটনাটি ঘটে। খবর বিডিনিউজের।
দুর্ঘটনার কারণ পরিষ্কারভাবে জানা যায়নি। আলআরাবিয়া জানিয়েছে, ইরানের গণমাধ্যমে কোচটি পাহাড়ি এক রাস্তায় একপাশে কাত হয়ে পড়ে আছে এমন ছবি দেখানো হয়েছে।
কাভার হাসপাতালের পরিচালক মোহসেন আফরাসিয়াবি দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমকে বলেন, দুর্ভাগ্যজনকভাবে, ২১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৯ জন। সড়ক নিরাপত্তার ক্ষেত্রে ইরানের রেকর্ড বেশ দুর্বল। ইরানি বার্তা সংস্থা আইআরএনএ–র তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ পর্যন্ত পূর্ববর্তী ১২ মাসে দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রায় ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।