ইরানে পালানোর সময় ‘বিক্ষুব্ধ’ তালেবান কমান্ডার নিহত

| শনিবার , ২০ আগস্ট, ২০২২ at ৭:৫৯ পূর্বাহ্ণ

ইরানে পালিয়ে যাওয়ার সময় আফগানিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর হাতে এক বিক্ষুব্ধ তালেবান কমান্ডার নিহত হয়েছেন। তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই। নিহত ওই তালেবান কমান্ডারের নাম মৌলভি মাহদি মুজাহিদ। খবর বাংলানিউজের।
এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়, নিহত তালেবান কমান্ডার পশ্চিম আফগানিস্তানের হেরাত প্রদেশ দিয়ে ইরানে প্রবেশ করার সময় তালেবান সীমান্তবাহিনীর হাতে নিহত হয়েছেন। তিনিই একমাত্র হাজারা সমপ্রদায়ের তালেবান কমান্ডার, যিনি তালেবান সরকারের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিলেন। আফগান গণমাধ্যম খামা প্রেস জানিয়েছে, বুধবার প্রকাশিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে মাহদি মুজাহিদের হত্যার তারিখ উল্লেখ করা হয়নি। বিবৃতিতে তাকে ‘বিদ্রোহী’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরুশদির ওপর হামলা সমর্থনযোগ্য নয় : ইমরান খান
পরবর্তী নিবন্ধত্রিপুরা সীমান্তে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় বিএসএফ জওয়ান নিহত