ইরানে দ্বৈত নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর

| রবিবার , ৭ মে, ২০২৩ at ৬:০০ পূর্বাহ্ণ

হাবিব ফারাজুল্লাহ চাবের নামে এক সুইডিশইরানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। ২০১৮ সালে একটি সামরিক কুচকাওয়াজে হামলার জন্য অভিযুক্ত করে তাকে এ দণ্ড দেওয়া হয়। ওই হামলায় ২৫ জন নিহত হয়। ইরানের ইসলামিক আইনের অধীনে তার দণ্ড কার্যকর করা হয়। রাষ্ট্রীয় সমপ্রচারকারী সংস্থা আইআরআইবি গতকাল শনিবার তার মৃত্যুদণ্ড কার্যকর করার কথা জানিয়েছে। খবর বাংলানিউজের।

ইরানের দক্ষিণাঞ্চলীয় আহওয়াজ শহরে হাবিব চাবের নেতৃত্বাধীন হরকাতুল আল নাযাল নামে একটি উগ্র সন্ত্রাসী গোষ্ঠী ভয়াবহ হামলা চালায়। ইরানের বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইট জানিয়েছে, হারকাত আল নাযাল সন্ত্রাসী গোষ্ঠীর প্রধান হাবিব ফারাজুল্লাহ চাবেরের মৃত্যুদণ্ড শনিবার সকালে কার্যকর করা হয়েছে। ২০২০ সালে ইরান তাকে গ্রেপ্তার করে।

পূর্ববর্তী নিবন্ধআমরা পাঁচ সিটিতেই জিততে চাই : জি এম কাদের
পরবর্তী নিবন্ধ৪ কোটির লটারি জিতে রাতারাতি দিনবদল মহিলার!