প্রাণঘাতী কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় উদ্বিগ্ন ইরানের কর্তৃপক্ষ দেশজুড়ে বিভিন্ন এলাকায় আংশিক লকডাউন ও কারফিউসহ নতুন নতুন বিধিনিষেধ আরোপ করেছে। হাসপাতালে ভর্তি করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যার উপর ভিত্তি করে দেশটির কর্মকর্তারা বিভিন্ন এলাকাকে রংয়ের ভিত্তিতে আলাদা করেছেন। যেসব শহর ও এলাকা তুলনামূলক নিরাপদ সেগুলোকে চিহ্নিত করা হয়েছে ‘সাদা’ রংয়ে, আর যেসব শহরে সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি সেগুলোকে দেওয়া হয়েছে ‘লাল’ রং।
শনিবার থেকে চালু হওয়া বিধিনিষেধের ফলে ‘লাল’ চিহ্নিত এলাকাগুলোকে অন্তত দুই সপ্তাহ আংশিক লকডাউনের ভেতর দিয়ে যেতে হবে। এ সময় অপরিহার্য নয় এমন সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, সরকারি কার্যালয়গুলোত্েও সর্বোচ্চ এক-তৃতীয়াংশ কর্মী কাজ করতে পারবেন। ইরানের ৩২টি প্রদেশের রাজধানীর মথ্যে ২৫টিই এ ‘লাল’ চিহ্নিত এলাকার মধ্যে পড়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা।