জাভেদ ফরোঘির হাত ধরে টোকিও অলিম্পিকে প্রথম সোনা জিতেছে ইরান। বাছাইয়ে হয়েছিলেন পঞ্চম। পদকের লড়াইয়ে করলেন বাজিমাত। আসাকা শুটিং হলে শনিবার ১০ মিটার এয়ার পিস্তলের পুরুষ বিভাগে অলিম্পিকের রেকর্ড ২৪৪.৮ স্কোর গড়ে সোনা জিতেন জাভেদ। সার্বিয়ার দামির মিকেচ শেষ ধাপে এসে তেমন চ্যালেঞ্জ জানাতে পারেননি প্রতিপক্ষকে; ২৩৭.৯ স্কোর নিয়ে পান রুপা। বোঞ্জ জিতেছেন চিনের পেং উই। ৫৭৮ স্কোর নিয়ে বাছাইয়ে সপ্তম হয়েছিলেন এই শুটার। বাছাই সবচেয়ে বেশি আলো ছড়িয়েছিলেন ভারতের সৌরভ চৌধুরি; ৫৮৬ স্কোর গড়ে হয়েছিলেন সেরা। কিন্তু পদকের লড়াইয়ে এই শুটার ছিটকে যান শুরুর দিকেই।