ইরাক, সিরিয়ায় মিলিশিয়াদের বিরুদ্ধে মার্কিন বিমান হামলা

| মঙ্গলবার , ২৯ জুন, ২০২১ at ৬:২৬ পূর্বাহ্ণ

ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত মিলিশিয়াদের ওপর আরেক পর্ব বিমান হামলা চালানো হয়েছে বলে যুক্তরাষ্ট্র জানিয়েছে। এই পর্বে ইরাকে মার্কিন সেনা ও স্থাপনার ওপর মিলিশিয়াদের ড্রোন হামলার জবাবে পাল্টা হামলা চালানো হয়েছে বলে রোববার এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। তারা সিরিয়ার দুটি এলাকায় ও ইরাকের একটি এলাকায় মিলিশিয়াদের দপ্তর ও অস্ত্র গুদামে হামলা চালিয়েছে বলে জানিয়েছে। এসব হামলায় কেউ হতাহত হয়েছে কিনা তা প্রকাশ না করলেও হামলার সফলতা মূল্যায়ন করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশনা অনুযায়ীই এসব হামলা চালানো হয়। পাঁচ মাস আগে ক্ষমতায় আসার পর থেকে এই নিয়ে দ্বিতীয়বারের মতো ইরান সমর্থিত মিলিশিয়াদের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালানোর নির্দেশ দিলেন তিনি। এর আগে ইরাকে মার্কিন অবস্থানে রকেট হামলার জবাবে ফেব্রুয়ারিতে সিরিয়ায় সীমিত পর্যায়ে বিমান হামলার নির্দেশ দিয়েছিলেন বাইডেন। ‘সন্ধ্যারাতে চালানো এসব হামলার মধ্য দিয়ে প্রেসিডেন্ট বাইডেন পরিষ্কার করেছেন যে তিনি যুক্তরাষ্ট্রের সেনাদের সুরক্ষার জন্য পদক্ষেপ নেবেন,’ এক বিবৃতিতে বলেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন)। খবর বিডিনিউজের।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন প্রশাসন ইরানের সঙ্গে ২০১৫ সালের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার চেষ্টা চালিয়ে যাওয়ার মধ্যেই এসব হামলা চালানো হল। এর মাধ্যমে এমন ধারণা পাওয়া যাচ্ছে, বাইডেন মার্কিন সেনাদের সুরক্ষার জন্য আত্মরক্ষামূলক হামলা চালিয়ে যাওয়ার পাশাপাশি তেহরানের সঙ্গে কূটনৈতিক প্রয়াসও চালিয়ে যেতে চান।

পূর্ববর্তী নিবন্ধচারদিনেও উদ্ধার হয়নি ফ্লোরিডায় ভবনধসে নিখোঁজ ১৫০ জন
পরবর্তী নিবন্ধতালেবান ফের ক্ষমতায় গেলে আফগান সীমান্ত বন্ধ করে দেবে পাকিস্তান