ইয়েমেনে হুতিদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় হামলা

হামলার নিন্দায় রাশিয়া, জবাব দেওয়ার অঙ্গীকার হুতিদের

| শনিবার , ১৩ জানুয়ারি, ২০২৪ at ১০:৪১ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সামরিক বাহিনী বৃহস্পতিবার হুতিদের লক্ষ্য করে ইয়েমেনে হুতি নিয়ন্ত্রিত অঞ্চলে কয়েকটি হামলা চালিয়েছে। বাইডেন প্রশাসন ও যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর সতর্কতার পর এ ধরনের হামলার ঘটনা ঘটল। বাইডেন প্রশাসন সতর্ক করে দিয়ে বলেছিল, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পরিণতি ইরানসমর্থিত সশস্ত্র গোষ্ঠীটিকে ভোগ করতে হবে। খবর বিডি/বাংলানিউজের।

প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, তিনি লোহিত সাগরে আন্তর্জাতিক সামুদ্রিক জাহাজের বিরুদ্ধে হুতিদের নজিরবিহীন হামলার সরাসরি প্রতিক্রিয়া হিসাবে এ পাল্টা হামলার নির্দেশ দিয়েছেন। হোয়াইট হাউজের প্রকাশ করা এক বিবৃতিতে প্রেসিডেন্ট বলেন, আজ আমার নির্দেশনায় মার্কিন সামরিক বাহিনী যুক্তরাজ্যের সঙ্গে এক হয়ে এবং অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা ও নেদারল্যান্ডসের সহযোগিতায় ইয়েমেনে সফলভাবে হুতিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।

বাইডেন বলেন, আমাদের জনগণকে রক্ষা এবং আন্তর্জাতিক বাণিজ্যের অবাধ প্রবাহ অব্যাহত রাখতে আমি আরও পদক্ষেপের নির্দেশ দিতে দ্বিধা করব না। যুদ্ধবিমান ও টমাহক ক্ষেপণাস্ত্র থেকে হামলা চালানো হয়। লোহিত সাগরে হুতিদের টানা জাহাজহামলা বন্ধ করতে আকাশ, স্থল ও সাব প্ল্যাটফর্ম থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে সিএনএনকে জানান এক মার্কিন কর্মকর্তা। তারা রাডার সিস্টেম, ড্রোন স্টোরেজ ও লঞ্চ সাইট, ব্যালিস্টিক মিসাইল স্টোরেজ ও লঞ্চ সাইট এবং ক্রুজ মিসাইল স্টোরেজ ও লঞ্চ সাইটও ব্যবহার করেন।

জবাব দেওয়ার অঙ্গীকার হুতিদের: ইয়েমেনের ক্ষমতাসীন হুতি গোষ্ঠীর কমান্ড সেন্টার, গোলাবারুদের মজুত ও প্রতিরক্ষা ব্যবস্থার ১৬ টি নিশানায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলাকে অবৈধ বলে নিন্দা জানিয়েছে রাশিয়া। ওদিকে, হুতিরা বলেছে, তাদের অবস্থানগুলোতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের এই হামলার জবাব তারা দেবে। লোহিত সাগরে চলাচল করা জাহাজগুলোর ওপর হুতিদের হামলার জবাবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনের হুতি অবস্থানে হামলা চালায়। ইয়েমেন জুড়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জঙ্গি বিমান, জাহাজ এবং সাবমেরিন থেকে এই হামলা চলে। হুতি জানিয়েছে, মোট ৭৩ টি বিমান হামলায় তাদের ৫ যোদ্ধা নিহত হয়েছে। তারা এই হামলার জবাব দেবে এবং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজেও তাদের হামলা বন্ধ হবে না। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এইসব হামলার নিন্দা জানিয়ে বলেছেন, আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে এমন হামলা অবৈধ।

পূর্ববর্তী নিবন্ধইয়েমেনে বিমান হামলা নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ সৌদি আরবের
পরবর্তী নিবন্ধশাহ আমানতে বিমানের সিটের নিচে সাড়ে ৪ কেজি স্বর্ণ