ইয়েমেনে হামলার পাল্টা জবাব, ইসরায়েলের বিভিন্নস্থানে হুথিদের হামলা

| মঙ্গলবার , ৮ জুলাই, ২০২৫ at ৮:৫৪ পূর্বাহ্ণ

ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এবার পাল্টা আঘাত হেনেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। ইসরায়েলের রাজধানী তেলআবিবের প্রধান বিমানবন্দরসহ একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে তারা। খবর বাংলানিউজের।

মঙ্গলবার হুথিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, শব্দের চেয়েও পাঁচ গুণ বেশি গতিসম্পন্ন (হাইপারসনিক) ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বেন গুরিয়ান বিমানবন্দর, আশদোদ সমুদ্রবন্দর এবং আশকেলন শহরের একটি বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে। এছাড়া দক্ষিণাঞ্চলীয় শহর এইলাত বন্দর লক্ষ্য করে পাঠানো হয়েছে আটটি বিস্ফোরকবাহী ড্রোন। আল মাসিরাহ টিভিতে প্রচারিত এক বিবৃতিতে ইয়াহিয়া সারি দাবি করেন, সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন সঠিকভাবে লক্ষ্যে আঘাত হেনেছে।

ইসরায়েলি ইন্টারসেপ্টরগুলো তা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। এর আগে সোমবার ভোরে ইয়েমেনের হুদায়দাহ, রাস ইসা ও সাইফ বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

পূর্ববর্তী নিবন্ধঅর্থ নয়, চিকিৎসা সহযোগিতা চায় ফরিদা পারভীনের পরিবার
পরবর্তী নিবন্ধট্রাম্পের চড়া শুল্ক কার্যকরের সময়সীমা বাড়লো ১ আগস্ট পর্যন্ত