ইয়েমেনে বিমান হামলা নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ সৌদি আরবের

| শনিবার , ১৩ জানুয়ারি, ২০২৪ at ১০:৪০ পূর্বাহ্ণ

সৌদি আরবের প্রতিবেশি দেশ ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের বিমান হামলা চালানোর ব্যাপারে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে রিয়াদ সেখানের উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে। গতকাল শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। খবর এএফপি’র। খবর বাসসের।

সংযত হওয়া এবং উত্তেজনা এড়ানোর কথা উল্লেখ করে ঐ বিবৃতিতে বলা হয়, সৌদি আরব লোহিত সাগর অঞ্চলে সামরিক অভিযান এবং ইয়েমেন প্রজাতন্ত্রের বেশ কয়েকটি স্থাপনায় বিমান হামলা চালানোয় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তারা সেখানের পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখছে।’

পূর্ববর্তী নিবন্ধগাজা ধ্বংসের পরিকল্পনা ইসরায়েলের শীর্ষ পর্যায় থেকে আসা
পরবর্তী নিবন্ধইয়েমেনে হুতিদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় হামলা