কক্সবাজারের আলোচিত সমালোচিত সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ম্যানেজার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদককারবারি ও টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমদকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মধ্যরাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার (ল এন্ড মিডিয়া অফিসার) মোহাম্মদ কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান জাফর আহমেদ ছিলেন বিএনপির শ্রমিকনেতা। বিএনপির সমর্থনে হয়েছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তবে এক এগারোর সময় গ্রেপ্তার হয়ে চট্টগ্রাম কারাগারে থাকার সময় আব্দুর রহমান বদির সঙ্গে পরিচয় হয় তার।
সেখানে বদির সেবা করে হয়ে ওঠেন ঘনিষ্টভাজন। কারাগার থেকে বের হয়ে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়ে হয়ে যান আওয়ামী লীগের বড় নেতা। বদি ও তার স্ত্রী শাহীন আক্তার এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের বদৌলতে দুইবার উপজেলা চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন।
এক সময় টেকনাফ বন্দরে চাঁদাবাজ হিসেবে পরিচিতি পাওয়া জাফর আহমেদ অল্পদিনেই ইয়াবা চোরাচালান নিয়ন্ত্রণ করে অবৈধভাবে আয় করেছেন কয়েক হাজার কোটি টাকা। এসব অবৈধ আয়ের জন্য দুর্নীতি দমন কমিশনের এক মামলায় তাকে কারাগারেও যেতে হয়েছে।
দুদুকের তথ্যমতে তার সম্পতির পরিমাণ প্রায় ৫ কোটি টাকা হলেও এলাকাবাসী বলছেন কয়েক হাজার কোটি টাকার মালিক তিনি। দুদুকের এ মামলায় তার স্ত্রী আমিনা খাতুনকেও আসামি করা হয়।