ইমার্জিং টাইগার এবং আয়ারল্যান্ড ওলভসের দ্বিতীয় ওয়ানডে আজ

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৯ মার্চ, ২০২১ at ১০:৪০ পূর্বাহ্ণ

করোনার থাবাকে পেছনে ফেলে মাঠে গড়িয়েছে বাংলাদেশ ইমার্জিং টিম এবং আয়ারল্যান্ড ওলভসের মধ্যকার ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচটি পরিত্যক্ত করা হলেও দ্বিতীয় ম্যাচে ঠিকই মাঠে নেমেছিল দুদল। এবং ম্যাচটি বেশ নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। আর তাতে দুর্দান্ত এক জয়ে ওয়ানডে সিরিজে শুভ সুচনা করেছে স্বাগতিক ইমার্জিং টাইগাররা। আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে দুদল। জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে নয় টায়। এরই মধ্যে প্রথম ম্যাচে জিতে সিরিজে যাওয়া স্বাগতিক জুনিয়র টাইগাররা আজ ব্যাবধান দ্বিগুন করতে চাইবে। অপরদিকে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য আইরিশদের। আজকের ম্যাচে জিতলে সিরিজ হারের আর ভয় থাকবেনা স্বাগতিকদের। অপরদিকে হারলে পরের দুই ম্যাচ সিরিজ নির্ধারনী ম্যাচে পরিণত হবে। প্রথম ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছে শামিম পাটোয়ারী। আজও একইভাবে জয় তুলে নিয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যেতে চাইবে ইমার্জিং টাইগাররা । সিরিজের পরের দুই ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজের পর তিন শ্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আয়ারল্যান্ড ওলভস ইমার্জিং টাইগারদের বিপক্ষে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারী খেলোয়াড় সমিতির ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন
পরবর্তী নিবন্ধমুমতা হেনার বোলিংয়ে ফাইনালে বাংলাদেশ নীল