ইমাম হোসাইনের শাহাদাত বরণের মধ্যেই আশুরার ঐতিহাসিক তাৎপর্য নিহিত

উত্তর কাট্টলীতে কারবালা মাহফিলে বক্তারা

| মঙ্গলবার , ৯ আগস্ট, ২০২২ at ৮:৫৭ পূর্বাহ্ণ

আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় ও সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলমের উদ্যোগে নগরীর উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম কলেজ চত্বরে নবম দিনের মত অনুষ্ঠিত হয়েছে আহলে বায়তে রাসুল (দ.) স্মরণে শোহাদায়ে কারবালা মাহফিল। আহলে বায়তে রাসূল (দ.) স্মরণে ও মহররমের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে ধারাবাহিকভাবে চলছে শোহাদায়ে কারবালা মাহফিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক নিজামুল আলম রাজু। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা মুফতি মো. আব্দুল ওয়াজেদ (ম.জি.আ.)। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার উপাধ্যক্ষ ড. মো. লিয়াকত আলী (ম.জি.আ.)। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মাজহারুল ইসলাম আল কাদেরী, মাওলানা মুহাম্মদ হারুনুর রশিদ, মাওলানা মুহাম্মদ মুজিব উদ্দিন আল কাদেরী, মাওলানা মোহাম্মদ আব্দুস শুক্কুর, মাওলানা হাফেজ কারী আবু তৈয়্যব, মাওলানা মুহাম্মদ কামাল উদ্দিন, হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান প্রমুখ। শোহাদায়ে কারবালা মাহফিলে বক্তারা বলেন, ইসলামের ইতিহাসে ফজিলতময় আশুরা বিভিন্ন ঘটনাপুঞ্জে সমৃদ্ধ থাকলেও সর্বশেষ সংঘটিত কারবালা প্রান্তরে হযরত ইমাম হোসাইন (রা.) এর শাহাদাতই এ-দিবসের সর্বাধিক গুরুত্বপূর্ণ ঘটনা। আশুরা দিবসে হযরত ইমাম হোসাইন (রা.) কারবালায় অন্যায়, অবিচারের বিরুদ্ধে ন্যায়-নীতি ও সত্যের জন্য লড়াই করে শাহাদাতবরণ করেছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা সৈয়দ ইউনুছ রজবী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাস্তার বিপরীতে পরিচিতি নম্বর প্রদানের সিদ্ধান্ত
পরবর্তী নিবন্ধনতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে