ইমাম হুসাইন (রাদ্বী) নূরীয়া আইডিয়াল মাদ্রাসার সভা

| শনিবার , ২২ নভেম্বর, ২০২৫ at ১০:৫৩ পূর্বাহ্ণ

হাটহাজারী থানার অন্তর্গত ১২নং ইউনিয়নে ইমাম হুসাইন (রাদ্বী) নূরীয়া আইডিয়াল মাদ্রাসার ৬ষ্ঠ তম বার্ষিক সভা ও হেফজ সমাপ্তকারী ছাত্রদের দস্তারবন্দী (পাগড়ি) অনুষ্ঠান গত ১৬ নভেম্বর অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বিএনপি নেতা সৈয়দ নেছার উদ্দিন বুলু। এস এম শহীদুল্লাহ্‌র সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল মতিন রাশেদ। বিশেষ অতিথি ছিলেন রাজনীতিবিদ হাসান মাসুদ মেম্বার, শাহজাদা মাওলানা হাসান, মাওলানা মুখতার আহমদ, সুপার মাওলানা রফিকুল ইসলাম নেজামী, মাওলানা মাহমুদ রেজা, উত্তরজেলা বিএনপি নেতা সৈয়দ ইকবাল, ডাঃ রোকসানা ইয়াসমিন রিমু, মায়মুনা খাতুন মুন্নী (মেম্বার), যুবদল নেতা সৈয়দ সরওয়ার, সৈয়দ মুনির আহমদ, সাবেক ছাত্রদল নেতা সৈয়দ বেলাল, মাওলানা হাফেজ ফজলুল কাদের, মাওলানা সরওয়ার, মাওলানা নুরুল ইসলাম, শাহজাদা মাওলানা সেলিম শাহ, এস এম আজিজ উদ্দিন জিসান, এস এম আকিব জাবেদ, মঈনউদ্দীন রুবেল এবং মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ সৈয়দ ইয়াসিন নূরী প্রমুখ। এতে বক্তারা বলেন, যারা পবিত্র কুরআন শরীফ হিফয করে হাফেজ হয়েছেন তাঁরা হলেন পৃথিবীর সৃষ্ট সন্তান এবং ক্বিয়ামতের দিন মহান আল্লাহ তায়ালা হাফেজদের পিতামাতাকে নূরের মুকুট পরিধান করে সম্মানিত করবেন। সাথে হাফেজরা তাঁদের নিকট আত্মীয় স্বজনদের মধ্যে হতে জান্নাতে সুপারিশ করারও সুযোগ পাবেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমর্নিং ডিউ স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণ অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধফটিকছড়ির এক সড়কেই দুর্ভোগ ৩ জেলার মানুষের