ইমাম ইন্ডাস্ট্রিজের তিনজনের ৫ মাসের সাজা

চার কোটি টাকার ঋণখেলাপি

আজাদী প্রতিবেদন | সোমবার , ২০ জুন, ২০২২ at ১০:৩৯ পূর্বাহ্ণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের প্রায় চার কোটি টাকা খেলাপি ঋণ আদায়ে করা একটি জারি মামলায় মেসার্স ইমাম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, পরিচালক জেবুন্নেছা আকতার ও নুর ছাফাকে ৫ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতের পেশকার মো. রেজাউল করিম আজাদীকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাংকের পাওনা পরিশোধে বাধ্য করতে আদালত তাদের এ সাজা দিয়েছেন এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

তিনি বলেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক আগ্রাবাদ শাখায় ২০১৮ সালে খেলাপি হওয়া উক্ত প্রায় চার কোটি টাকা আদায়ের লক্ষ্যে মেসার্স ইমাম ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও এর মালিকদের বিরুদ্ধে উক্ত জারি মামলা দায়ের করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচন্দ্রঘোনা ফেরিঘাটে ডুবে গেল পাটাতন
পরবর্তী নিবন্ধমৃত্যু ভয়েও বসতভিটা ছাড়ে না ওরা