ইমাদের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গেলেন আমির

স্পোর্টস ডেস্ক | রবিবার , ১৫ ডিসেম্বর, ২০২৪ at ১১:১৯ পূর্বাহ্ণ

ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমির একসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার ওয়াসিমের একদিন পর ফের অবসরের ঘোষণা দিলেন আমিরও। দুজনই পাকিস্তানের জার্সিতে সবশেষ খেলেছিলেন জুনে টিটোয়েন্টি বিশ্বকাপে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমির লিখেন, ‘এই সিদ্ধান্তটা নেওয়া সহজ ছিল না, তবে অনিবার্য ছিল। আমার মনে হয়েছে, পরবর্তী প্রজন্মের হাতে ব্যাটন তুলে দেওয়ার এটাই সঠিক সময়, যারা পাকিস্তান ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।’ ‘দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জন্য সম্মানের। যা চিরকাল রয়ে যাবে। সব কিছুর জন্য পিসিবিকে ধন্যবাদ। সেই সঙ্গে আমার পরিবার, বন্ধুবান্ধবসহ যারা আমাকে অবিরামভাবে ভালোবেসে এবং সমর্থন দিয়েছে তাদেরও।’ ২০০৯ সালে পাকিস্তানের জার্সিতে অভিষেক হওয়া আমির ৩৬ টেস্টে ১১৯, ৬১ ওয়ানডেতে ৮১ ও ৬২ টিটোয়েন্টিতে ৭১ উইকেট নিয়েছেন। মাঝখানে অবশ্য ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছর নিষিদ্ধ ছিলেন বাঁহাতি এই পেসার। ২০২০ সালের শেষ দিকে টিম ম্যানেজমেন্টের ওপর ক্ষোভ প্রকাশ করে অবসর নিয়েছিলেন তিনি। আবার পাকিস্তান দলে ফিরে আসেন গত এপ্রিলে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেলার অনূর্ধ্ব-১৫ ফুটবল খেলোয়াড়দের বাছাই কার্যক্রম শুরু
পরবর্তী নিবন্ধফাহাদের দুর্দান্ত বোলিংয়ে চট্টগ্রামের দ্বিতীয় জয়