ইমরান খান ও বুশরা বিবির বিরুদ্ধে আরো ৮ মামলা

| শনিবার , ৩০ নভেম্বর, ২০২৪ at ৬:৫৯ পূর্বাহ্ণ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার পত্নী সাবেক ফার্স্টলেডি বুশরা বিবিসহ পিটিআইয়ের কয়েক হাজার নেতাকর্মীর বিরুদ্ধে নতুন করে আটটি মামলা দায়ের করা হয়েছে। খবর বাসসের।

ইমরানের মুক্তি, সরকারের পদত্যাগ এবং সংবিধানের ২৬ তম সংশোধনী বাতিলের দাবিতে ২৬ নভেম্বর ইসলামাবাদে বড় ধরনের প্রতিবাদবিক্ষোভ কর্মসুচি পালন করেছে পিটিআই। কারাবন্দী ইমরানের ডাকা চূড়ান্ত বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে সহিংসতার ঘটনায় বাদী হয়ে গত ২৭ নভেম্বর বুধবার এইসব মামলা করে পুলিশ।

পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘ডন ও জিও নিউজ’এর এক প্রতিবেদনে জানায়, শাহজাদ টাউন, সিহালা, খান্না, শামস কলোনি, নুন, নিলোরসহ বিভিন্ন থানায় মামলাগুলো দায়ের করা হয়। আসামির তালিকায় দলের স্থানীয় নেতবৃন্দ ছাড়াও কয়েক হাজার ব্যক্তির নাম রয়েছে। মামলা গুলোর মধ্যে সন্ত্রাস, পুলিশের ওপর হামলা, ১৪৪ ধারা লঙ্ঘন, অপহরণ এবং সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগ রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধভূমিকম্পে কাঁপল জম্মু-কাশ্মীর
পরবর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা