১০ দফা দাবিতে মানববন্ধন করেছে গত ৭ মে সড়ক দুর্ঘটনায় নিহত প্রকৌশল বিভাগের ছাত্র ইমন দাশের বন্ধু ও পরিবার। গতকাল সোমবার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ফিটনেসবিহীন গাড়ি উচ্ছেদের পাশাপাশি ইমনের হত্যাকারী চালককে তিন দিনের মধ্যে গ্রেপ্তারের দাবি জানান বক্তারা।
বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ ও নিহত ইমনের বন্ধু-পরিবারের সদস্যরা মানববন্ধনে বক্তব্য দেন। অধ্যাপক মনোজ কুমার দেবের সঞ্চালনায় এতে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ ফোরাম চট্টগ্রামের সভাপতি ড. ইদ্রিস আলী, চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীউর রহমান, চসিক কাউন্সিলর জহরলাল হাজারী, শৈবাল দাশ সুমন ও রুমকি সেনগুপ্ত।
আরো বক্তব্য দেন সরকারি কলেজ শিক্ষক সমিতি চট্টগ্রামের সভাপতি ড. মোজাহেরুল আলম, নিহত ইমনের কাকা ও পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ, লায়ন বিজয় শেখর দাশ, নিহত ইমনের কাকি শিক্ষিকা মিতা দাশ, বৈদিক পরিষদের সাধারণ সম্পাদক রাজীব দে, ইমনের বন্ধু মো. শহীদ, বিজয় সেনগুপ্ত, সাগরময় আচার্য, অর্পিতা দাশ ও অন্তু ধর।
মানববন্ধনে লেগুনার মত ছোট যানগুলোর সামনের সিটে যাত্রীদের বসায় নিষেধাজ্ঞা দেওয়া, বহদ্দারহাট থেকে কাপ্তাই রাস্তার মাথা পর্যন্ত সড়কের নিরাপত্তা নিশ্চিত করার দাবি উত্থাপন করা হয়। উল্লেখ্য, রাঙ্গুনিয়ার দক্ষিণ পোমরার কর্ণফুলী জুট মিলের সাবেক কর্মকর্তা আশিষ কুমার দাশের সন্তান ইমন। তিনি নগরীর হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০১৪ সালের এসএসসি ব্যাচের ছাত্র। চীনের চংকিং ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে পড়াশোনা করতেন। সমপ্রতি দেশে আসেন ইমন। গত ৭ মে চান্দগাঁও থানাধীন স্বাধীনতা কমপ্লেক্সের সামনে বাস ও লেগুনার সংঘর্ষে মৃত্যু হয় তার।