ইলেক্ট্রনিক ভোটিং সিস্টেমে (ইভিএস) চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সামাজিক সংগঠন “সন্দ্বীপ ইউনিক সোসাইটি” এর (২০২৫-২০২৬) সেশনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ইভিএস পদ্ধতি ব্যবহার করে সোসাইটির দেশ বিদেশে অবস্থানরত সদস্যদের ভোট গ্রহণ করা হয়।
এতে সদস্যদের ভোটে সভাপতি পদে কাজী রহমতুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে কাজী সাজেদুল কবির জিহাদ নির্বাচিত হয়েছেন। এছাড়াও আরো ৯জন কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হয়।
ইউনিক সোসাইটির এমন ইউনিক নির্বাচন পদ্ধতি নিয়ে সন্তোষ প্রকাশ করে সদস্য কাজী রহমত বলেন, দেশ-বিদেশে ইউনিক সোসাইটির সদস্যদের ভোটে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য এমন একটা সৃজনশীল নির্বাচন আয়োজন করায় নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ।
ইউনিক সোসাইটি আগামী দিনেও একটা আধুনিক সমাজ বিনির্মাণে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।
নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বে থাকা সোসাইটির স্থায়ী পরিষদের সদস্য কাজী শিহাব উদ্দিন বলেন, ‘সংগঠনের নাম যেমন ইউনিক কার্যক্রম তেমন ইউনিক মনে হচ্ছে, নির্বাচন কমিশনের অনলাইনে ভোট গ্রহনের প্রক্রিয়াটি এক কথায় অসাধারণ, নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক সহ নতুন কমিটির জন্য শুভেচ্ছা।’
নির্বাচনের সার্বিক বিষয়ে নির্বাচন কমিশনার কাজী মাহমুদ বলেন, আমরা একটা একটা সুষ্ঠু নির্বাচনের আয়োজন করার চেষ্টা করেছি এবং সবার প্রচেষ্টায় সেটা সফল করতে পেরেছি।প্রায় ৬০% এর অধিক সদস্য নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে।সোসাইটির এমন নির্বাচন পদ্ধতি আলোচনা তৈরি করেছে সামাজিক অঙ্গনে।
প্রসঙ্গত, ২০০৮ সালে সন্দ্বীপের দক্ষিণে আত্মপ্রকাশ করে সন্দ্বীপ ইউনিক সোসাইটি। প্রতিষ্ঠা লগ্ন থেকে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে প্রশংসা কুড়াচ্ছেন সোসাইটির সদস্যরা।