ইভিএমের নিরপেক্ষ কার্যকারিতা পরীক্ষার দাবি জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন রয়েছে। ইসি থেকে সরবরাহ করা ইভিএম মেশিনে নিজস্ব ম্যাকানিজম করে ধানের শীষের ভোট অন্য প্রতীকে ট্রান্সফার করা হবে না তার কোনো নিশ্চয়তা নেই। নির্বাচন কমিশনের দিনের ভোট রাতে নিয়ে নেয়ার কলঙ্কজনক অধ্যায় আছে। তাই আমরা চাই নির্বাচনের আগে ইভিএম মেশিনের নিরপেক্ষ কার্যকারিতা পরীক্ষা করতে হবে। সরকারিভাবে নয়, মেয়র প্রার্থীদের পছন্দের অথবা সর্বজন গ্রহণযোগ্য সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার দিয়ে ইভিএম মেশিনগুলো পরীক্ষা করতে হবে।
গতকাল শনিবার নগরের ১১ নং দক্ষিণ কাট্টলী ও ১২ নং সরাইপাড়া ওয়ার্ডে গণসংযোগ চলাকালে এসব দাবি জানান ডা. শাহাদাত। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের সাগরিকা মোড় থেকে গণসংযোগ শুরু করেন তিনি। এরপর কাজীর দীঘির পাড়, লোহার পুল, ছুদু চৌধুরীর বাড়ি, হালিশহর বাস স্টেশন, আই ব্লক, গরীবে নেওয়াজ স্কুলের সামনে এসে শেষ হয়। এছাড়া সরাইপাড়া ওয়ার্ডের ঈদগাহ কাঁচা রাস্তার মোড় থেকে গণসংযোগ শুরু করে ঝর্ণাপাড়া, বারোকোয়ার্টার, পাহাড়তলী বাজার, প্রাণ হরিদাস রোড, আশরাফ আলী রোড হয়ে লাকি হোটেলের সামনে এসে পথসভায় মিলিত হন তিনি।
গণসংযোগকালে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। ভোট চান ধানের শীষ প্রতীকে। এছাড়া দল সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান। ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার অনুরোধ করেন তিনি। গণসংযোগকালে উপস্থিত ছিলেন দক্ষিণ কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সোহরাব হোসেন শাহীন, সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শামসুল আলম, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জেসমিনা খানম ও খালেদা বোরহান, বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন মজুমদার, হারুনুর রশিদ, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতন, অ্যাডভোকেট মফিজুল হক ভূইয়া, নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, গাজী মো. সিরাজ উল্লাহ, মনজুর আলম চৌধুরী মনজু, শেখ নুরুল্লাহ বাহার, শ ম জামাল উদ্দীন, হালিশহর থানা বিএনপির সভাপতি মোশারফ হোসেন ডেপটি, হাজী বাবুল হক, জসিম উদ্দীন জিয়া, বেলায়েত হোসেন বুলু, আরিফ মেহেদী, খাজা মো. আলাউদ্দিন, মোশারফ জামাল, সাইফুল আলম, আশরাফ খান, মো. শফি উল্লাহ, দিদারুল আলম, আশরাফ আলী, নুর সেলিম বাঙালি, মো. আলী, নুর আহমেদ গুড্ডু, ফজলুল হক সুমন, মুহাম্মাদ সাগির, কুতুব উদ্দিন, শওকত খান রাজু, সাইফুল আলম, রাসেল খান, আরিফুর রহমান, রাজিবুল হক বাপ্পী, আনিসুজ্জামান টুটুল, রাসেল মির্জা।