জ্বালানি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গতকাল নগরে পৃথক গণ মিছিল করেছে বন্দর, পাঁচলাইশ ও পাহাড়তলী থানা বিএনপি। মিছিলোত্তর সমাবেশ থেকে ইভিএম মেশিনে কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে ঘোষণা দেয়া হয়।
বন্দর থানা : নিমতলা বিশ্বরোড মোড়ে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয় বন্দর থানা বিএনপির গণ মিছিল। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। থানা বিএনপির সভাপতি হানিফ সওদাগরের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর।
মাহবুবের রহমান শামীম বলেছেন, অবৈধ সরকারের সহযোগী হয়েছে নির্বাচন কমিশন। যার কারণে শুরু থেকে এই নির্বাচন কমিশনের কোনো কর্মকাণ্ডে অংশ নেয়নি বিএনপি। এই নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহে পরিণত হয়েছে। তাই শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় রেখে ইভিএম মেশিনে কোনো নির্বাচন হবে না।
বিশেষ অতিথি তরুণ বিএনপি নেতা ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী বলেন, আজকে দেশে মানুষ ভালো নাই। একমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাড়া সাধারণ কোনো মানুষ ভালো নাই।
জাহিদুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন এম এ আজিজ, এস এম সাইফুল আলম, ইয়াসিন চৌধুরী লিটন, শামসুল আলম ডক, নিয়াজ মোহাম্মদ খান, এইচ এম রাশেদ খান, আসিফ চৌধুরী লিমন ও নুর জাফর নাঈম রাহুল।
পাঁচলাইশ থানা বিএনপি : মুরাদপুর এন মোহাম্মদ কনভেনশনের সামনে থেকে শুরু হয়ে মুরাদপুর, মির্জাপুর, পাঁচলাইশ থানার সামনে দিয়ে এসে পার্কভিউ হসপিটালের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয় পাঁচলাইশ থানা বিএনপির সমাবেশ। এতে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। পাঁচলাইশ থানা বিএনপির সভাপতি মামুনুল ইসলাম হুমায়ুনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান।
ডা. শাহাদাত বলেন, যারা দুর্নীতি করেছে এবং ভোট ডাকাতি করেছে জনগণ তাদের তালিকা তৈরি করেছে। এই তালিকা ধরে জনতার আদালতে তাদের বিচার হবে।
থানা বিএনপির সাধারণ সম্পাদক মনির আহমদ চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন শফিকুর রহমান স্বপন, ইয়াসিন চৌধুরী লিটন, ইসকান্দর মির্জা, আশরাফ চৌধুরী, আর ইউ চৌধুরী শাহিন, আনোয়ার হোসেন লিপু, গাজী মো. সিরাজ উল্লাহ, মো. কামরুল ইসলাম, মোশারফ হোসেন দীপ্তি, মো. শাহেদ ও এমদাদুল হক বাদশা।
পাহাড়তলী থানা : সাগরিকা মোড় থেকে শুরু হয়ে সিডিএ মার্কেট হয়ে হাজী ক্যাম্পে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয় পাহাড়তলী থানা বিএনপির মিছিল। এতে প্রধান অতিথির বক্তব্যে নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, ইভিএম কেন, বর্তমান কমিশনের অধীনে আগামী নির্বাচনেই যাবে না বিএনপি। অবিলম্বে সংসদ বাতিল করে সরকারকে পদত্যাগ করতে হবে।
থানা বিএনপির সভাপতি হাজী বাবুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন এস কে খোদা তোতন, কাজী বেলাল উদ্দিন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, জাহাঙ্গীর আলম দুলাল, মনজুর আলম মঞ্জু, মোশারফ হোসেন দীপ্তি, মনোয়ারা বেগম মনি, মোশারফ হোসেন দীপ্তি ও খাজা আলাউদ্দিন।
জামালখান ওয়ার্ড : কাজীর দেউড়ি মোড় থেকে শুরু করে নুর আহমেদ সড়ক, লাভলেইন হয়ে বৌদ্ধ মন্দির মোড়ে এসে শেষ হয় জামালখান ওয়ার্ড বিএনপির মিছিল। এতে নেতৃত্ব দেন নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। বক্তব্য রাখেন ইয়াসিন চৌধুরী লিটন, শাহ আলম, আব্দুল মান্নান, কামরুল ইসলাম, মনোয়ারা বেগম মনি, মঞ্জুর রহমান চৌধুরী, জাকির হোসেন, এইচ এম রাশেদ খান, সম্পাদক তৌহিদুস সালাম নিশাদ, কাজী শাহজাহান ও আব্দুল জলিল।
চান্দগাঁও ওয়ার্ড : চান্দগাঁও ৪ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত মিছিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল। ওয়ার্ড বিএনপির সভাপতি ইলিয়াস চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদুল কবির রানার সঞ্চালনায় উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি আজম ও ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হাসান।
দক্ষিণ পতেঙ্গা : দক্ষিণ পতেঙ্গার ফুলছড়ি পাড়া মোড়ে অনুষ্ঠিত দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলা। ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইলিয়াসের সভাপতিত্বে ও পতেঙ্গা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মুজিবুল হক, ডা. নুরুল আবছার, শাহাবুদ্দিন, সাবেক কমিশনার ইসমাইল, মো. আলমগীর, ইকবাল হোসেন, আবু জাফর, মো. সোলাইমান, আবু ছিদ্দিক, গিয়াস উদ্দিন, আলী আজম, খুরশীদ আলম, জাহাঙ্গীর, মুশফিকুর রহমান নয়ন, মো. নাছির, রিমন, মো. মুকতিয়ার, নাছির, সাইফুল।
পাঁচলাইশ ওয়ার্ড : চালিতাতলী বাজার শুরু হয়ে ঈদগাহ মোড়, বেলতল, তুলা কোম্পানি, জংলী শাহ’র মাজার হয়ে আতুরার ডিপু নুর টাওয়ারের সামনে এসে সমাবেশের মাধ্যমে পাঁচলাইশ ওয়ার্ড বিএনপির গণমিছিল। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান। ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মো. ইলিয়াছের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আবুল কালাম আবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন এস এম আবুল ফয়েজ, আনোয়ার হোসেন লিপু, শামসুল আলম, জিএম আইয়ুব খান, ইদ্রিস আলী, আবদুল কাদের জসিম, আবদুর রহিম, মো. বেলাল, মামুন আলম, মফজল আহম্মেদ কোম্পানি, মাহবুবুল আলম।