ইভান হত্যা মামলায় আরও এক আসামি গ্রেফতার

| শনিবার , ১৩ মে, ২০২৩ at ২:৪৪ অপরাহ্ণ

নগরের কোতোয়ালী থানাধীন চেরাগী পাহাড় এলাকায় ছুরিকাঘাতে কলেজ ছাত্র আসকার বিন তারেক প্রকাশ ইভান হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি অনিক দে অন্তু নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১২ মে) দিবাগত রাতে হেমসেন লেইন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অনিক আনোয়ারর ঘনপুকুর অবিনাশ বাবুর বাড়ির রাখাল হরি দে এর ছেলে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, ইভান হত্যা মামলার অনিক নামে এক আসামিকে শুক্রবার দিবাগত রাত সোয়া একটার দিকে হেমসেন লেইন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২২ সালের ২২ এপ্রিল রাতে নগরের চেরাগী পাহাড় সংলগ্ন রাজাপুকুর লেইনের দয়াময়ী ভবনের সামনে ছুরিকাঘাতে ইভান (১৮) খুন হন। ইভান বিএএফ শাহীন কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তার বাসা এনায়েত বাজারে। এ ঘটনায় ইভানের বাবা এস এম তারেক বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন।

পূর্ববর্তী নিবন্ধলাহোরের বাসভবনে ফিরেছেন ইমরান খান
পরবর্তী নিবন্ধরবিবারের পাশাপাশি সোমবারের এসএসসিও স্থগিত